মাগুরা: মাগুরায় রোববার (২৯ অক্টোবর) বিএনপির হরতাল চলাকালে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় জেলা যুবদলের সভাপতি ওয়াশিকুর রহমান কল্লোলকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকান্দার আলী জানান, বিকেলে শহরের মসলা গবেষণা কেন্দ্র এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে রোববার রাতে এই মামলায় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার ভুক্তভোগী বাস মালিক মুশারফ হোসেন ৪৫ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেছেন।
বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৩
আরএ