ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

অবরোধের বিরুদ্ধে ব্যাপক সমাবেশ অব্যাহত রাখার নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
অবরোধের বিরুদ্ধে ব্যাপক সমাবেশ অব্যাহত রাখার নির্দেশ

ঢাকা: বিএনপি-জামায়াতের হরতাল, অবরোধের বিরুদ্ধে নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত সারা দেশে ব্যাপকভাবে সমাবেশ অব্যাহত রাখবে আওয়ামী লীগ। এ বিষয়ে দল ও সহযোগী সংগঠনগুলোর সর্বস্তরের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানায় আওয়ামী লীগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপি-জামাতের সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে দেশব্যাপী আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ কর্মসূচি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পূর্ব মুহূর্ত পর্যন্ত অব্যাহত থাকবে। এ বিষয়ে আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাদেরকে জেলা, মহানগর ও উপজেলা, থানা, পৌর শাখাগুলো পর্যন্ত ব্যাপকভাবে এই কর্মসূচি পালনের জন্য সাংগঠনিক নির্দেশ দেওয়া হয়েছে।

একইসাথে বিএনপি-জামাত অপশক্তি তথাকথিত হরতাল, অবরোধ ও সমাবেশের নামে যাতে নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের জানমালের ক্ষয়ক্ষতি সাধন, রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট এবং ধ্বংসাত্মক অপতৎপরতা ও কোনো ধরনের সন্ত্রাস সৃষ্টি করতে না পারে সেজন্য জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী সমর্থকদের সর্বাত্মক সতর্ক অবস্থানে থেকে প্রতিরোধ গড়ে তোলার জন্য আহ্বান জানানো যাচ্ছে।

বাংলাদেশ সময়: ২৩১৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
এসকে/এমজে

 
 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।