ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ফুলছড়ির কঞ্চিপাড়ায় আ. লীগের সদস্য সংগ্রহ কার্যক্রম 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৩
ফুলছড়ির কঞ্চিপাড়ায় আ. লীগের সদস্য সংগ্রহ কার্যক্রম 

গাইবান্ধা: জেলার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এমএইউ হাইস্কুল মাঠ প্রাঙ্গণে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।  

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জি এম সেলিম পারভেজ।

প্রধান বক্তা ছিলেন গাইবান্ধা-০৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে জনপ্রিয়তার শীর্ষে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ফারজানা রাব্বী বুবলী (সাধারণ সম্পাদক, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগ ও সদস্য, জেলা আওয়ামী লীগ, গাইবান্ধা)।

সভাপতিত্ব করেন কঞ্চিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল হালিম সরকার। সঞ্চালনায় ছিলেন কঞ্চিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সোহেল রানা শালু।  

এছাড়া উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগ ও কঞ্চিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা।  

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২৩
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।