ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

অবরোধ পালনের আহ্বান সিলেট বিএনপির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৫ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৩
অবরোধ পালনের আহ্বান সিলেট বিএনপির

সিলেট: সরকারের পদত্যাগের একদফা দাবিতে রোববার থেকে ৪৮ ঘণ্টা অবরোধে পালনে নেতাকর্মীসহ মুক্তিকামী মানুষকে আহ্বান জানিয়েছে সিলেট বিএনপি। সেইসঙ্গে অবরোধের সমর্থনে নগরীতে মশাল মিছিল বের করে স্বেচ্ছাসেবকদল।

 

শনিবার (৪ নভেম্বর) রাতে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার সকাল ৬টা থেকে সিলেটেও সর্বাত্মক অবরোধ কর্মসূচি সফলে দলটির নেতাকর্মীসহ সিলেটবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

পাশাপাশি বিএনপির সব নেতাকর্মীদের ওপর দায়ের করা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার এবং গ্রেপ্তার ২৫ নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি দাবি জানানো হয় বিজ্ঞপ্তিতে।

গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে জেলা বিএনপির নেতারা বলেন, ফ্যাসিবাদের হাত থেকে দেশকে বাঁচতে, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় এবং সরকারের পদত্যাগের একদফা দাবিতে রোববার সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি সর্বাত্মকভাবে পালন করার কোনো বিকল্প নেই।

এতে আরও বলা হয়, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ আওয়ামী দুঃশাসনে এমনিতেই সারাদেশের ন্যায় সিলেটবাসী ভালো নেই। তার পরও দীর্ঘ সময় থেকে চলতে থাকা জুলুম-নির্যাতন থেকে বাঁচতে নিজেরা কষ্ট সহ্য করে ফ্যাসিস্ট সরকারের পদত্যাগের একদফা দাবিতে অতীতের মতো চলমান গণতান্ত্রিক আন্দোলনে সিলেটবাসীকে বিএনপির পাশে থাকার আহ্বান জানাচ্ছি।

এদিকে, সরকারের পদত্যাগের একদফা দাবিতে রোববার থেকে ৪৮ ঘণ্টা অবরোধের সমর্থনে সিলেটে মশাল মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল।

শনিবার রাতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মুর্শেদের নেতৃত্বে নগরের কুমারপাড়া এলাকায় মশাল মিছিল বের করা হয়। মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে পুনরায় পথসভায় মিলিত হয়। এতে দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩২২ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২৩
এনইউ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।