ঢাকা: বিএনপি’র সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে গ্রেপ্তারের প্রতিবাদে আজ বুধবার সংসদ ভবনের সামনে মানববন্ধন করছেন বিএনপি’র সংসদ সদস্যরা। কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন জয়নাল আবদীন ফারুক।
গত ২৭ জুন হরতাল চলাকালে সকালে শাহবাগে ছাত্রলীগের কর্মীরা ও পুলিশের সঙ্গে সংঘর্ষে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির গুরুতর আহত হন। হাসপাতালে ভর্তি পর পুলিশ তাকে গ্রেপ্তার করে।
স্পিকারের অনুমতি ছাড়া একজন সংসদ সদস্যকে গ্রেপ্তার ও হামলার প্রতিবাদে এবং মুক্তির দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে বিএনপি’র ২৪ জন সংসদ সদস্য এ মানববন্ধনে অংশ নিচ্ছেন।
এর আগে গতকাল মঙ্গলবার বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবদীন ফারুকের নেতৃত্বে সংসদ সদস্যরা স্পিকারের সঙ্গে দেখা করে এ্যানির মুক্তি দাবি করেন।
এছাড়া তার মুক্তির দাবি জানিয়ে সংবাদ সম্মেলনও করেন জয়নাল আবদীন ফারুক।
বাংলাদেশ সময়: ১১:১৪ ঘণ্টা, জুন ৩০, ২০১০