সিলেট: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে পুরাতনদের সঙ্গে ভাগ্য পরিক্ষায় অবতীর্ণ তৃণমূলের নেতারা।
সিলেটের ১৯ আসনের বিপরীতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চার জেলার ১৭২ নেতা।
শনিবার (১৮ নভেম্বর) থেকে মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন ছিল মঙ্গলবার (২১ নভেম্বর)।
দলীয় সূত্র মতে, সিলেট বিভাগে আগ্রহীরা ১৭২টি মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দেন। প্রথম দিনে সিলেট বিভাগ থেকে ৫৫ জন, দ্বিতীয় দিনে ৬৩ জন, তৃতীয় দিনে ৩৪ জন এবং শেষ দিনে ২০ জন আওয়ামী লীগের দলীয় ফরম সংগ্রহ করেন।
সিলেট-১ আসনে (সিলেট সিটি এলাকা ও সদর উপজেলা) বর্তমান সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, আওয়ামী লীগের তিনবারের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন ও এস ডি মতিউর রহমান নানু মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
সিলেট-২ আসনে (বিশ্বনাথ-ওসমানীনগর) সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, জেলার দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড.অরুপ রতন চৌধুরী, বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া, আওয়ামী লীগ নেতা আবদুল গণি, আনছার আলী, মোহাম্মদ হারুন অর রশীদ, মো. নুরুল ইসলাম (নুর মিয়া) মনোনয়ন ফরম জমা দেন।
সিলেট-৩ আসনে (দক্ষিণ সুরমা,ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ)বর্তমান সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, বিএমএ-এর কেন্দ্রীয় মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল, আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, অ্যাডভোকেট মনির হোসাইন, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শমসের জামাল, ড. মিসবাউর রহমান, বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু, হুমায়ূন আহমদ, মো. মতিউর রহমান ও শামীম ইকবাল মনোনয়ন চেয়েছেন।
২০১৮ সালের জাতীয় নির্বাচনে এই আসনে নৌকার প্রার্থী ছিলেন মাহমুদ উস সামাদ চৌধুরী (কয়েস চৌধুরী)। করোনায় তার মৃত্যুর পর উপনির্বাচনে হাবিবুর রহমান হাবিব নৌকা নিয়ে ভোটে বিজয়ী হন।
সিলেট-৪ আসনে (কোম্পানীগঞ্জ,গোয়াইনঘাট-জৈন্তাপুর) বর্তমান সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান, জেলার সদস্য গোলাপ মিয়া, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল ও গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাজমুল আলম রোমেন, অ্যাডভোকেট শাহজাহান চৌধুরী মনোনয়ন জমা দিয়েছেন। এর মধ্যে লিয়াকত আলী দুর্নীতি দমন কমিশন দুদকের মামলার আসামি।
সিলেট-৫ আসনে(কানাইঘাট-জকিগঞ্জ) আসনের বর্তমান সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী না হওয়ার ঘোষণা দেন আগেই। এ আসনে মনোনয়ন চেয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ড. আহমদ আল কবীর, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোশতাক আহমদ, সিলেট চেম্বারের সাবেক সভাপতি ফখর উদ্দিন আলী আহমদ, তাসলিমা খানম, মো. খসরুজ জামান ও সরওয়ার কবির।
সিলেট-৬ আসনে (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) বর্তমান সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, কানাডা আওয়ামী লীগের সাবেক সভাপতি সরওয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য ও গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির চৌধুরী শাফি, বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, সিলেট চেম্বারের সাবেক সভাপতি ফখর উদ্দিন আলী আহমদ, গোলাপগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু, সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিকুল ইউনুস জায়গীরদার, আওয়ামী লীগ নেতা জাকির হোসেন,আফসার খান সাদেক, মোহাম্মদ আবুল কালাম চৌধুরী, জুলিয়ান চৌধুরী রাহী, সামছুল ইসলাম বাচ্চু, আবুল কালাম মোহাম্মদ শামসুজ্জামান ও মো. মোদাব্বির হোসেন মনোনয়ন ফরম জমা দেন।
এছাড়া সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা, মধ্যনগর) আসনে মনোনয়ন চেয়ে ফরম জমা দিয়েছেন বর্তমান সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনসহ ১৭ জন।
সুনামগঞ্জ-২ আসনে(দিরাই-শাল্লা) প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের সহধর্মিণী ড. জয়া সেন গুপ্তাসহ ১২ জন।
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা) আসনে বর্তমান সংসদ সদস্য ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ চার জন। সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনে ১০ জন। সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে মনোনয়ন চেয়ে ফরম জমা দিয়েছেন বর্তমান সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকসহ সাত প্রার্থী।
মৌলভীবাজার-১ আসনে বর্তমান সংসদ সদস্য ও বন ও পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিনসহ চার জন।
মৌলভীবাজার-২ আসনে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলসহ চার জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
মৌলভীবাজার-৩ আসনে বর্তমান সংসদ সদস্য নেছার আহমদসহ মনোনয়ন ফরম জমা দিয়েছেন পাঁচ জন।
মৌলভীবাজার-৪ আসনে বর্তমান সংসদ সদস্য উপাধ্যক্ষ আবদুস শহীদসহ তিন জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন ।
হবিগঞ্জ-১ আসনে বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ শাহনেওয়াজ গাজী (মিলাদ গাজী তিন জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
হবিগঞ্জ-২ আসনে বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মজিদ খানসহ মনোনয়ন ফরম জমা দিয়েছেন ছয় জন।
হবিগঞ্জ-৩ আসনে বর্তমান সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আবু জাহিরসহ দুজন এবং হবিগঞ্জ-৪ আসনে বর্তমান সংসদ সদস্য, বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. মাহবুব আলীসহ ছয় জন দলীয় মনোনয়ন জমা দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৩
এনইউ/এসআইএস