ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

সৈয়দ ইব্রাহিম রওনক বাংলাদেশ এলডিপির সিনিয়র সহ-সভাপতি 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৩
সৈয়দ ইব্রাহিম রওনক বাংলাদেশ এলডিপির সিনিয়র সহ-সভাপতি  সৈয়দ ইব্রাহিম রওনক

ঢাকা: বাংলাদেশ এলডিপির সহ-সভাপতি সৈয়দ ইব্রাহিম রওনককে দলের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) রাজধানীর পল্টনে বাংলাদেশ এলডিপির কার্যালয়ে দলের এক নির্বাহী কমিটির সভায় তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

সংগঠনের সভাপতি আব্দুল করিম আব্বাসীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এলডিপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল গনিকে গত ২৬ নভেম্বর দল থেকে বহিষ্কার করা হয়।

সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, অতিরিক্ত মহাসচিব চাষী এনামুল হক, তমিজ উদ্দিন টিটু, সিনিয়র যুগ্ম-মহাসচিব এম এ বাশার।

সভায় নির্বাচনের তফসিল বাতিল ও সরকার পতনে চলমান আন্দোলন আরও বেগবান করার বিষয়ে সিদ্ধান্ত হয়।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২৩
টিএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।