ঢাকা: জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ।
সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুন ক্যান্টিন থেকে ছাত্রলীগের একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলার সামনে প্রতিবাদ সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মোহামুদ হাসান রিপন, সাধারণ সম্পাদক মাহাফুজুল হায়দার প্রমুখ।
ছাত্রলীগের সভাপতি বলেন, ‘নিজামী, মুজাহিদ ও সাঈদী গ্রেপ্তার হওয়ায় সরকারকে আমরা ধন্যবাদ জানাই। যত দ্রুত যুদ্ধাপরাধীদের বিচার হবে ততই দেশের জন্য মঙ্গলজনক হবে। ’
বাংলাদেশ স্থানীয় সময়: ১৩৪০ ঘণ্টা, জুন ৩০, ২০১০