ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক জিয়াউদ্দিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৩
বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক জিয়াউদ্দিন

বরিশাল: বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন শিকদারকে ভারপ্রাপ্ত আহ্বায়ক করা হয়েছে।

সোমবার (১১ ডিসেম্বর) বিকেলে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও ১ নম্বর যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুল কারাগারে থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জিয়া এ দায়িত্ব পালন করবেন।

মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সদস্য জাহিদুর রহমান রিপন জানান, গত ১ নভেম্বর অবরোধের পক্ষে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে বরিশাল নগর বিএনপির আহ্বায়ক আটক হন। এরপর ২০ নভেম্বর যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুলকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়। ২৯ নভেম্বর তিনিও গ্রেপ্তার হন। এরপর দলীয় কার্যক্রমের গতি ঠিক রাখতে জিয়াউদ্দিনকে ভারপ্রাপ্ত আহ্বায়ক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৩
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।