ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

অবরোধের সমর্থনে বেইলি রোডে মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৩
অবরোধের সমর্থনে বেইলি রোডে মিছিল

ঢাকা: নির্বাচনের তফসিল বাতিল ও সরকার পতনের একদফা দাবিতে ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েলের নেতৃত্বে মিছিল করেছেন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (১৩ ডিসেম্বর) সকালে মিছিলটি শান্তিনগর বেইলি রোড থেকে শুরু হয়ে মৌচাক মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিলে ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নোমান, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদ মুরাদ তালুকদার, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আক্তার হোসেন, করিম প্রধান রনি, সহ-সাধারণ সম্পাদক আজিজুল হক জিয়ন, সোলায়মান কবির আরিফ, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সহ-সভাপতি সৈয়দ মন্জুরুল হক, আলী উদ্দিন বাবলু, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেনসহ অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন।

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৩
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।