ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে দেশকে ঠেলে দেওয়া হয়েছে: সাইফুল হক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৩
মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে দেশকে ঠেলে দেওয়া হয়েছে: সাইফুল হক

ঢাকা: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে ঠেলে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদনকালে তিনি এ কথা বলেন।

সাইফুল হক বলেন, বুদ্ধিজীবীরা যে সাম্যভিত্তিক, গণতান্ত্রিক, মানবিক রাষ্ট্রের জন্য জীবন দিয়েছিলেন, ৫৩ বছর পর দুঃখজনক হলেও বাংলাদেশ তার বিপরীত পথে হাঁটছে। গণতন্ত্রের পরিবর্তে বাস্তবে একটি স্বৈরতান্ত্রিক শাসন কায়েম হয়েছে।  

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, একটা ফ্যাসিবাদী দুঃশাসন জনগণের বুকে চেপে রয়েছে। সাম্যের পরিবর্তে অসাম্য, এক দেশে দুই অর্থনীতি, দুই সমাজ কায়েম হয়েছে।  

তিনি আরও বলেন, আজকে আমরা শপথ উচ্চারণ করব। আমরা মুক্তিযুদ্ধের দিশা, সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার, সেই পথে বাংলাদেশকে নিয়ে যেতে চাই। প্রতিশোধ প্রতিহিংসার রাজনীতি উপড়ে ফেলে জাতীয় পর্যায়ে সমঝোতা করে, শহীদদের যে স্বপ্ন ছিল, মানবিক ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার বুদ্ধিজীবী দিবসের মূল শপথ।  

জনগণকে ঐক্যবদ্ধ করেই শহীদদের স্বপ্ন-চেতনাকে বাস্তবায়ন করা সম্ভব বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৩    
আরকেআর/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।