ঢাকা, শুক্রবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

বিএনপির মিডিয়া সেলের কর্মী মাহবুব মানিক মারা গেছেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৩
বিএনপির মিডিয়া সেলের কর্মী মাহবুব মানিক মারা গেছেন

ঢাকা: বিএনপির মিডিয়া সেলের ডিজিটাল টিমের প্রধান কর্মী মাহবুব মানিক মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর।

শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে গণমাধ্যমে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

তিনি বলেন, সকালে বসুন্ধরার বাসার মেঝেতে মানিকের দেহ পড়ে থাকতে দেখে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাহবুবকে মৃত বলে ঘোষণা করেন। হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

শামসুদ্দিন দিদার বলেন, গত ৩০ অক্টোবর বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে বের হওয়ার সময় পুলিশ তাকে আটক করে জেল হাজতে পাঠায়। বেশ কিছুদিন কারাভোগের পর সম্প্রতি তিনি জেল থেকে মুক্ত হন।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৩
ইএসএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।