ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ব্রাহ্মণবাড়িয়ায় ৬ আসনে ৮ জনের মনোনয়নপত্র প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় ৬ আসনে ৮ জনের মনোনয়নপত্র প্রত্যাহার

ব্রাহ্মণবাড়িয়া: জেলার ছয়টি নির্বাচনী আসনে এখন পর্যন্ত জাকের পার্টি, ওয়াকার্স পার্টি ও জাসদসহ আটজন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

রোববার (১৭ ডিসেম্বর) দুপুর পর্যন্ত জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. হাবিবুর রহমানের কাছে তারা তাদের মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন।

প্রার্থিতা প্রত্যাহারকারীরা হচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের জাসদ প্রার্থী আক্তার হোসেন সাঈদ, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কাজী মাসুদ আহমেদ এবং জেলার ছয়টি আসনের জাকের পার্টির ছয়জন প্রার্থী।

জাকের পার্টির প্রার্থীরা দলের সিদ্ধান্তে মনোনয়নপত্র প্রত্যাহারের কথা জানালেও জাসদ ও ওয়ার্কার্স পার্টির প্রার্থীরা ব্যক্তিগত কারণে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন বলে জানান।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।