ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

৭ জানুয়ারি আ. লীগের কবর রচনা হবে: মমিনুল হক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৪
৭ জানুয়ারি আ. লীগের কবর রচনা হবে: মমিনুল হক

চাঁদপুর: ০৭ জানুয়ারিতে আওয়ামী লীগের কবর রচনা হবে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার মমিনুল হক।

তিনি বলেন, এ স্বৈরাচার সরকারের পাতানো নির্বাচনকে দেশের জনগণ লালকার্ড দেখাবে।

 

বুধবার (৩ জানুয়ারি) বিকেলে হাজীগঞ্জ বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।  

হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ব্যানারে সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন, ০৭ জানুয়ারিতে আওয়ামী লীগের কবর রচনা হবে। এ স্বৈরাচার সরকারের পাতানো নির্বাচনকে দেশের জনগণ লালকার্ড দেখাবে।  

তিনি বলেন, শেখ হাসিনার শাসনামল থেকেও ইয়াহিয়ার শাসন অনেক ভালো ছিল। মানুষ এতো নির্যাতন সইতে হয়নি। এ সরকার খুন আর গুমের রাজনীতি করছে। বিরোধী মতকে দমন করতে একের পর এক মামলা দিয়ে আমাদের হয়রানি করছে।

মমিনুল হক বলেন, হাজীগঞ্জ শাহরাস্তির দুই শতাধিক নেতা-কর্মীকে আটক করেছে এ জালিম সরকার। এর মধ্যে কয়েকজনের জামিন হলেও এখনও ৪০-৫০জন নেতা-কর্মী মাসের পর মাসে জেলে বন্ধী রয়েছেন। খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা করাতে না দিয়ে সরকার তাকে হত্যার ষড়যন্ত্র করছে। সরকারের সব ষড়যন্ত্রের জবাব দিতে আগামী ৭ জানুয়ারি আপনারা ভোট বর্জন করবেন।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ রহিম পাটওয়ারী।

হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম এ নাফের শাহ্, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল হোসেন বেলাল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সুমন, যুগ্ম আহ্বায়ক জুলহাস চৌধুরী, পৌর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান সেলিম, সদস্য সচিব মো. বিল্লাল হোসেন পাটওয়ারী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল হোসাইন, পৌর সদস্য সচিব দ্বীন ইসলাম টগরসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি, অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।