ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

পুরান ঢাকায় জাপা নেতা হাজী মিলনের নির্বাচনী শোডাউন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৪
পুরান ঢাকায় জাপা নেতা হাজী মিলনের নির্বাচনী শোডাউন

ঢাকা: ঢাকা-৭ আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে লাঙ্গলের পক্ষে বড় ধরনের শোডাউন করেছেন।  

বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) দুপুর ২টায় পুরান ঢাকার আমলীগোলা মাঠ থেকে শুরু হয়ে নির্বাচনী মিছিলটি লালবাগ রোড, উর্দু রোড, আবুল হাসনাত রোড, আগামসী লেন, আগা সাদেক রোড, চকবাজার, নাজিমউদ্দীন রোড, পাকিস্তান মাঠ, নাজিরা বাজার, বংশাল, নয়াবাজার টিন পট্টি হয়ে লালবাগ কেল্লার সামনে এসে শেষ হয়।

এক পথসভায় হাজী মিলন বলেন, নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ভোটারদের মধ্যে তত বাড়ছে শঙ্কা। সুষ্ঠু ভোট হলে ঢাকা-৭ আসনে লাঙ্গল মার্কা বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবে। সরকার সমর্থিত প্রার্থী এলাকায় প্রভাব বিস্তার করছে, ভোটারদের মধ্যে ভীতি সঞ্চার করছে। আমার সমর্থকদের ওপর হামলা চালানো হয়েছে। ভোটার স্লিপ বিতরণ করতে বাধা দেওয়া হয়েছে। তারপরও এলাকাবাসী স্বতঃস্ফূর্ত সমর্থন আমাকে অনুপ্রেরণা যুগিয়েছে। আপনারা ভোট দিতে ভোট কেন্দ্রে আসুন এবং ভোট ডাকাতির চেষ্টা প্রতিহত করুন।

গণসংযোগকালে হাজী মিলনের সঙ্গে জাতীয় যুব সংহতির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক দ্বীন ইসলাম, ঢাকা মহানগর জাপা নেতা আফতাব গনি, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, হুমায়ুন কবির কালা, কামাল হোসেন, কাজী জিয়াউদ্দিন জিয়া, কামাল হোসেন, হাজী মিলনের দুই পুত্র রাকিব উদ্দিন আবির, সাকিব উদ্দিন সিফানসহ স্থানীয় জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২৪
এসএমএকে/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।