ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রাশেদ খান মেননকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৪
রাশেদ খান মেননকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী

বরিশাল: আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের বিজয়ের মাধ্যমে স্বাধীনতার পক্ষের শক্তির বিজয় হবে বলে দাবি করেছেন রাশেদ খান মেনন।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে বরিশালের উজিরপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী গণমিছিল পরবর্তী সভায় তিনি এ দাবি করেন।

 

সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে এদেশের তরুণরা এ আশা ব্যক্ত করে মেনন বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের পথ পেরিয়ে দেশ এখন স্মার্ট বাংলাদেশের লক্ষ্যে এগোচ্ছে। আগামী ৭ জানুয়ারি নির্বাচনে তরুণ ভোটাররা মুক্তিযুদ্ধের পক্ষের প্রতীক নৌকায় ভোট দিয়ে সে লক্ষ্যকে এগিয়ে নেবে।

সভায় নৌকা প্রতীকে সমর্থন আহ্বান করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস বলেন, উজিরপুর-বানারীপাড়া মুক্তিযুদ্ধের চেতনার ঘাঁটি। এখানে কোনো সাম্প্রদায়িক শক্তির স্থান হবে না। নির্বাচনের যে স্বতঃস্ফূর্ততা চলছে তার ধারাবাহিকতায় নৌকা প্রতীক বিপুলভাবে জয়ী হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে।  

আওয়ামী লীগের সব পর্যায়ের নেতাদের আহ্বান জানিয়ে তিনি বলেন, ষড়যন্ত্রকারীদের সব অপচেষ্টা রুখে দিয়ে আওয়ামী লীগ তথা ১৪ দলের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।

সভায় ঢেঁকি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে নৌকা প্রতীকে রাশেদ খান মেননকে সমর্থন করেন। সে সময় তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধের চেতনায় শেখ হাসিনার পাশে দাঁড়ানোর আহ্বান জানান।  

এর আগে উজিরপুরের বিভিন্ন ইউনিয়ন থেকে উৎসবমুখরভাবে মিছিল করে সভাস্থলে উপস্থিত হন হাজার হাজার মানুষ।

গণমিছিলের পরে সভায় অন্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য দেন- সংরক্ষিত সংসদ সদস্য লুতফুন্নেসা খান বিউটি, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আবিদ আল হাসান, উজিরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এস এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন বেপারী, উজিরপুর উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ফায়জুল হক বালী, ভাইস-চেয়ারম্যান সীমা রানী শীল প্রমুখ।  

এ ছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও সহযোগী সংগঠনের নেতারা।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২৪
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।