ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

সম্পদমূল্য নয়, আবেগের মূল্য বিবেচনা করুন: নজরুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১০
সম্পদমূল্য নয়, আবেগের মূল্য বিবেচনা করুন: নজরুল

ঢাকা: সম্পদমূল্য নয় বরং আবেগের মূল্য বিবেচনায় সেনানিবাস থেকে খালেদা জিয়ার বাড়ি ছাড়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

রোববার বিকেলে রাজধানীর এক রেস্তোরাঁয় তেজগাঁও শিল্পাঞ্চল থানা কৃষকদলের এক আলোচনা সভায় তিনি একথা বলেন।


 
নজরুল ইসলাম বলেন, ‘কেবল বাড়ির আয়তন দিয়ে এর মূল্য নির্ধারণ করা যাবে না। এই বাড়ির সঙ্গে জিয়া পরিবারের আবেগ-অনুভূতি জড়িয়ে আছে। আমরা আশা করব এই আবেগের মূল্য দিয়ে সরকার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে। ’

‘জিয়াউর রহমান রাষ্ট্রপতি হওয়ার পরও এই বাড়ি ছেড়ে বঙ্গভবনে যাননি। খালেদা জিয়া তিন তিনবার প্রধানমন্ত্রী হয়েও এই বাড়ি ছেড়ে গণভবনে ওঠেননি। সরকারের উচিত জিয়া পরিবারের এই আবেগের জায়গাটা উপলব্ধি করা। ’

বিএনপির এই নেতা দাবি করেন, ‘ক্যান্টনমেন্টের বাড়ি থেকে খালেদা জিয়াকে বের করার সিদ্ধান্ত আদালতের নয়। এটি সরকারের সিদ্ধান্ত। ’

প্রাশাসনের এই সিদ্ধান্ত প্রশাসনিকভাবেই ফয়সালা হবে বলেও মন্তব্য করেন তিনি।  

কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু বলেন, ‘খালেদা জিয়ার বাড়ি ঠেকানো মানে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে ঠেকানো। ’

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আগুনে হাত দেবেন না। পরামর্শদাতারা মূলত আপনাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। যেমনি আপনার পিতা শেখ মুজিবকে দিয়েছিলো। ’

সরকারকে হুঁশিয়ার করে দুদু বলেন, ‘আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করলে তিন বছর পর বাংলাদেশে অন্য কোনো নেতার বাড়ি থাকবে না। ’

তেজগাঁও শিল্পাঞ্চল থানা কৃষক দলের সভাপতি  মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তৃতা করেন বিএনপির সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. শাহবুদ্দিন আহমেদ, কৃষক দলের সহ-সভাপতি আবু তাহের, সহ-সাধারণ সম্পাদক তকদির হোসেন জসিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।