ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

খালেদার বাড়ি:

রাজনৈতিকভাবে সমাধান চায় বিএনপি

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১০

রাজশাহী: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি নিয়ে সৃষ্ট সংকট আদালতে নয়, রাজনৈতিকভাবেই সমাধান করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার সন্ধ্যায় রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক কমিটির বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।



রিজভী বলেন, ‘আদালতের রায়ে বাংলদেশের স্বাধীনতা অর্জিত হয়নি। তাই আদালতের রায়ে স্বাধীনতার ঘোষকের নাম পাল্টানো সম্ভব নয়, আদালতের রায়ে সবকিছু করা যাবে না। রাজনৈতিক সংকট রাজনৈতিকভবেই সমাধান করতে হবে। ’

এর আগে গত শুক্রবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেনও বিষয়টি আদালতের বাইরে মীমাংসার পক্ষে মত দিয়েছিলেন।

রুহুল কবির রিজভী দেশে বিএনপি নেতাকর্মীদের উপর জুলুম-নির্যাতনের প্রতিবাদে তৃণমূল থেকে আন্দোলন জোরদারেরও আহ্বান জানান।

জেলা যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন উজ্জলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রাজশাহী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল মনির, জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস সাত্তার মণ্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক জামিলুর রহমান, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কে.এম সাজেদুর রহমান মার্কনী, শফিকুল ইসলাম প্রমুখ।

বর্ধিত সভায় রাজশাহী জেলার পাঁচটি উপজেলা যুবদলের সাংগাঠনিক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।