ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

রাজনীতি

বিএনপির আন্দোলনকে গুরুত্ব দিচ্ছে না আওয়ামী লীগ

শামীম খান, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১০
বিএনপির আন্দোলনকে গুরুত্ব দিচ্ছে না আওয়ামী লীগ

ঢাকা: প্রধান বিরোধী দল বিএনপির সরকারবিরোধী আন্দোলনের ঘোষণা তেমন গুরুত্ব পাচ্ছে না আওয়ামী লীগের কাছে। তবে সরকারকে বেকায়দায় ফেলতে বিএনপি বড় ধরনের কোনো আন্দোলন কর্মসূচি দিলে তা প্রশাসনিকভাবেই মোকাবেলা করবে সরকারি দলটি।



আওয়ামী লীগের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতার সঙ্গে কথা বলে এমন আভাস পাওয়া গেছে।

বাংলানিউজকে তারা বলেছেন, আপাতত আওয়ামী লীগ বিরোধী দল বিএনপির গতিবিধিকে পর্যবেক্ষণ করার কৌশল নিয়েছে। নেতারা প্রকাশ্যে বিএনপির আন্দোলনকে রাজনৈতিকভাবে মোকাবেলার কথা বললেও বাস্তবে আওয়ামী লীগের সে ধরনের কোনো পরিকল্পনা নেই।

খালেদা জিয়ার বাড়ি রক্ষা, তার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর মামলাসহ যেসব ইস্যুতে বিএনপির আন্দোলনের ঘোষণা দিয়েছে সেসব ইস্যুতে তারা জনসমর্থন পাবে না বলেও তারা মনে করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন নেতা বলেন, ‘সিরাজগঞ্জের দুর্ঘটনা নিয়ে বিএনপি যেভাবে মাঠ গরমের চেষ্টা করেছিলো যেভাবে তারা পায়নি। এটি নিয়ে তারা অগ্রসর আর অগ্রসর হওয়ার চেষ্টা করলে নিজেরাই ফেঁসে যাবে এটা বিএনপির শীর্ষ মহল এরই মধ্যেই উপলব্ধি করতে পেরেছে। ’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর একজন প্রভাবশালী সদস্য বলেন, ‘আন্দোলনের কর্মসূচির পাল্টা কর্মসূচিতে সংঘাতের সৃষ্টি হলে সব দায়দায়িত্ব সরকারের উপর বর্তায়। প্রশাসনিকভাবেই মোকাবেলা করা আমরা সঙ্গত মনে করছি। ’

বিএনপির দলীয় কোন্দল আন্দোলন দাঁড় করানোর ক্ষেত্রে বড় অন্তরায় বলেও মন্তব্য করেন তিনি।

বিরোধী দলের বিষয়ে জানতে চাওয়া হলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বাংলানিউজকে বলেন, ‘বিরোধী দল যেসব ইস্যুতে আন্দোলনে যাচ্ছে তাতে জনসমর্থন পাবে না। তাদের নিজেদের ভিতরেই তো কলহ আছে, আন্দোলন করবে কখন। ’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহাবুব-উল-আলম হানিফ বলেন, ‘আওয়ামী লীগ আন্দোলন করতে যেমন জানে, আন্দোলন রাজনৈতিকভাবে মোকাবেলা করতেও জানে। দেখি তারা কী করে। রাষ্ট্রীয় কাজকর্ম ব্যাহত করার পরিস্থিতি তৈরি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ’

বাংলাদেশ সময়: ২১১৫, অক্টোবর ১৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।