ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সালথায় মারামারি মামলায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৪
সালথায় মারামারি মামলায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফরিদপুর: ফরিদপুরের সালথা একটি মারামারি মামলায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হোসেনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম নাজমুলকে গ্রেপ্তারের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

 

এর আগে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কাগদী এলাকা থেকে নাজমুলকে গ্রেপ্তার করা হয়।  

নজমুল একই উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের বাতাগ্রাম এলাকার মো. আফছার উদ্দিন মাতুব্বরের ছেলে। আফছার উদ্দিন মাঝারদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান বাংলানিউজকে বলেন, সালথার কাগদী এলাকার একটি মারামারির ঘটনার এজাহারভুক্ত আসামি নাজমুল। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। সকালে তাকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২৪
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।