ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

গোপালগঞ্জে আহত নেতার খোঁজ নিল বিএনপি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৪
গোপালগঞ্জে আহত নেতার খোঁজ নিল বিএনপি

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তির অভিযোগে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা বিএনপির এক নেতাকে মারধর করেছেন সেখানকার আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা।  

গত শনিবার রাত ৯টার দিকে উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের চিতশী গ্রামে এ ঘটনা ঘটে।

 

উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল বশার হাওলাদার বাচ্চু (৫০) নামে ওই নেতা এখন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি আছেন।  

এদিকে আহত ওই নেতার খোঁজ নিয়ে পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নির্দেশে ও পক্ষে আহত ওই বিএনপি নেতাকে সোমবার (১২ ফেব্রুয়ারি) গোপালগঞ্জে দেখতে যান বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। এ সময় তার সঙ্গে ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডা. কে এম বাবর। নেতারা বিএনপি নেতা আবুল বাশার বাচ্চু হাওলাদারের শারীরিক খোঁজ খবর নেন এবং যেকোনো সময় পাশে থাকার আশ্বাস দেন।

বাংলাদেশ সময়: ০৭৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৪
টিএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।