ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কারামুক্ত হলেন ছাত্রদলের সাবেক সভাপতি খোকন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৪
কারামুক্ত হলেন ছাত্রদলের সাবেক সভাপতি খোকন

ঢাকা: বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন জামিনে কারামুক্ত হয়েছেন।

দুইমাস ১০ দিন কারাভোগের পর মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

বিএনপি, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাকে কারাফটকে ফুল দিয়ে বরণ করে নেন।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের সহ-সভাপতি মোহাম্মদ আরিফুল হক আরিফ, মাহবুব মিয়া, কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক আসাদুজ্জামান রিংকু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-সভাপতি আব্দুল মোমিন, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফখরুল, সাবেক ছাত্রনেতা রামপাল, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক জুবায়ের হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় জহুরুল হক হলের সভাপতি আব্দুল জলিল আমিনুল, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন সোহেলসহ আরও অনেকে।

প্রসঙ্গত, ২০২৩ সালের ২৯ নভেম্বর ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকনকে পিটিয়ে পুলিশের কাছে তুলে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ০০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৪
টিএ/এমজে

 
 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।