ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

চূড়ান্ত বিজয়ের জন্য এক দফার আন্দোলন চলবে: আমিনুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৪
চূড়ান্ত বিজয়ের জন্য এক দফার আন্দোলন চলবে: আমিনুল

ঢাকা: সরকারের পদত্যাগ ও নেতাকর্মীদের মুক্তির দাবি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ভারত-বাংলাদেশ এবং বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো লিফলেট বিতরণ করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি।

বুধবার দুপুর থেকে রাজধানীর রূপনগরের বিভিন্ন এলাকায় এ লিফলেট বিতরণ করেন উত্তরের সদস্য সচিব আমিনুল হক।

 

এ সময় তার সঙ্গে রূপনগর থানা বিএনপিসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

তারা সাধারণ মানুষ, রিকশা, ভ্যান ও গাড়ি চালক, পথচারী, দোকানদারদের হাতে লিফলেট বিতরণ করেন।  

আমিনুল হক বলেন, সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে একতরফা ও ডামি নির্বাচন করেছে। বিএনপিসহ বিরোধী দলের গণতান্ত্রিক আন্দোলনকে নিষ্ঠুরভাবে দমন করতে দলীয় আইনশৃঙ্খলা বাহিনী আর বিচার ব্যবস্থাকে নগ্নভাবে ব্যবহার করেছে। তবে এদেশের গণতন্ত্রপ্রিয় জনগণ তাদের আকাঙ্খার প্রতিফলন ঘটাতে বদ্ধপরিকর।  

তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার আর ভোটাধিকার ফিরিয়ে আনতে তাদের একদফা আন্দোলন চলমান আছে। চূড়ান্ত বিজয় অর্জন না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে। মাঠে নির্যাতিত জনগণের সঙ্গে নেতাকর্মীদের সম্মিলিত আন্দোলনে এ সরকারের পতন অবশ্যই ঘটবে। সেদিন বেশি দুরে নয়। বিজয় আসবে।

ছয়দিনের লিফলেট বিতরণ কর্মসূচিতে এদিন দেশের সব মহানগরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করছেন দলটির নেতাকর্মীরা।  

গত রোববার এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এছাড়া ১৬ ফেব্রুয়ারি শুক্রবার বাংলাদেশ-ভারত সীমান্তে বাংলাদেশিদের হত্যার প্রতিবাদ ও তাদের স্মরণে সব মসজিদে দোয়া মাহফিল হবে। এ ছাড়া ১৭ ফেব্রুয়ারি সব জেলা সদরে লিফলেট বিতরণ ও ১৮ ও ১৯ ফেব্রুয়ারি সব উপজেলা এবং ইউনিয়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হবে।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৪
টিএ/নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।