ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

সাকা চৌধুরী সেনাবাহিনীকে উস্কানি দিচ্ছেন: সাজেদা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১০
সাকা চৌধুরী সেনাবাহিনীকে উস্কানি দিচ্ছেন: সাজেদা

ঢাকা: সালাহউদ্দিন কাদের চৌধুরী সেনাবাহিনী জড়িয়ে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। তিনি বলেছেন, এ ধরনের বক্তব্যের জন্য তাকে গ্রেপ্তার করা যায়।



শেখ রাসেলের ৪৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউস্থ দলীয় কার্যালয়ের সামনে মহানগর আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় সাজেদা চৌধুরী বলেন, ‘খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি নিয়ে বক্তৃতা দিয়ে সালাহউদ্দিন কাদের চৌধুরী সেনাবাহিনীকে উস্কানি দিচ্ছেন। ’

খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, ‘রাজবাড়ি ছেড়ে আসতে মন চাচ্ছে না। জনগণের সম্পদ জনগণকে ফিরিয়ে দিয়ে নিজের বাড়িতে ফিরে যান। ’

তিনি আরও বলেন, ‘জিয়া যেসব সেনা সদস্যদের হত্যা করেছেন প্রয়োজনে ওই স্থানে ভবন তৈরি করে তাদের পরিবারের সদস্যদের ফ্যাট দেওয়া হবে। ’

এ প্রসঙ্গে দলের অপর প্রেসিডিয়াম সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন বলেন, ‘৩০ দিনের মধ্যে আপনি আপিল না করলে রায় কার্যকর করা হবে। ’

সামরিক বাহিনীর বাড়ি হস্তান্তর করা যায় না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এলজিআরডি মন্ত্রী  সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘আদালতে হেরে যাওয়ার পর তারা আপোষের কথা বলছেন। কিন্তু কার সাথে কি আপোষ করবো। ’  বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের হত্যার ইন্ধন দাতাদের বিচার করার কথাও বলেন তিনি।
 
দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, দয়া করে হাইকোর্টের রায় মেনে নিন। সেনানিবাসের বাড়ি ছেড়ে দিন। আইনের শাসন প্রতিষ্ঠা করতে সাহায্য করুন। জনগণকে বিপদে ফেলবেন না।

ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘নেত্রীর দুই সন্তান আর চারশ কোটি টাকা রক্ষা করতেই উঠেপড়ে লেগেছে বিরোধী দল। তাদের কাছে দেশ ও জাতি কিছু না। ’

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম বলেন, ‘৭৫-এর ঘাতকরা আজও গণতন্ত্রের বাধা। ’

ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতিত্ব এম এ আজিজের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তৃতা করেন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, ভ’মি প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, ১৮ অক্টোবর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।