ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

মাগুরায় বিএনপির দু’গ্রুপের একই স্থানে সমাবেশ: ১৪৪ ধারা জারি

রূপক আইচ, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১০

মাগুরা : জেলা বিএনপির দু’গ্রুপ কছুন্দি হাইস্কুল মাঠে একই সময়ে সমাবেশের ঘোষণা দেওয়ায় ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

সোমবার রাত ৮টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোখলেছুর রহমান এই ১৪৪ ধারা জারি করেন।



মোখলেছুর রহমান বাংলানিউজকে বলেন, ‘কছুন্দি হাই স্কুল মাঠে বিএনপির দুই গ্রুপ মঙ্গলবার একই সময়ে সমাবেশ করার ঘোষণা দিয়ে সোমবার প্রশাসনের কাছে অনুমতি চেয়ে আবেদন করে। তাদের সন্ধ্যা পর্যন্ত বিষয়টি বিবেচনা করার জন্য বলা হয়েছিল। কিন্তু দু’পক্ষই তাদের অবস্থানে অনড় থাকায় আমরা আইন-শৃঙ্খলা রক্ষার্থে ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নিয়েছি। ’

উল্লেখ্য, কেন্দ্র থেকে অনুমোদিত জেলা বিএনপির সভাপতি কবির মুরাদ সমর্থিত গ্রুপের নেতা-কর্মীদের ডাকা সমাবেশে যোগ দিতে কেন্দ্রীয় নেতা সেলিমা রহমানের দুই দিনের সাংগঠনিক সফর উপলক্ষ্যে মঙ্গলবার কছুন্দি হাই স্কুল মাঠে সকাল ১০টায় সমাবেশ করার কথা। এ সমাবেশকে চ্যালেঞ্জ করে একই সময় একই স্থানে পাল্টা সমাবেশ ডাকে ইকবাল আকতার খান কাফুর সমর্থিত বিদ্রোহী গ্রুপ। যা তারা প্রশাসনকে সোমবার লিখিতভাবে জানায়।

এ ব্যাপারে জেলা বিএনপির মূল অংশের সভাপতি কবির মুরাদ বাংলানিউজকে বলেন, ‘১৪৪ ধারা জারির বিষয়টি এখনও আমাদের জানানো হয়নি। তবে প্রশাসন বিষয়টি নিশ্চিত করলে আমরা সমাবেশ স্থল পরিবর্তনের সিদ্ধান্ত নেব। ’

বিদ্রোহী গ্রুপের সভপতি অ্যাড. মোকাদ্দেস হোসেন বাংলানিউজকে বলেন, ‘প্রশাসন আমাদের সেখানে সভা সমাবেশ না করার জন্যে নির্দেশ দিয়েছেন। যে কারণে আমরা পরবর্তী সিদ্ধান্তের জন্যে সভা করছি। ’

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad