ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

৭ মার্চ উপলক্ষে বঙ্গভবনে আলোচনা সভা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, মার্চ ৭, ২০২৪
৭ মার্চ উপলক্ষে বঙ্গভবনে আলোচনা সভা ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গভবনে আলোচনা সভা

ঢাকা: ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে বঙ্গভবনের কেবিনেট হলে আয়োজিত এ অনুষ্ঠানের শুরুতে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতির বাণী পাঠ করে শোনান রাষ্ট্রপতির কার্যালয়ের উপ-প্রেস সচিব মুহা. শিপলু জামান।

পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লে. কর্নেল মুহাম্মদ জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে আমাদের মহান মুক্তিযুদ্ধ ও কাঙ্ক্ষিত বিজয় অর্জনে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে আলোকপাত করেন কার্যালয়ের জন বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দ বেলাল হোসেন ও যুগ্ম সচিব মো. শরিফুল ইসলাম।

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ কীভাবে একটি জাতিকে জাগিয়ে তুলে স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উৎসাহিত করেছিল, সে বিষয়ে আলোচকরা গুরুত্বারোপ করেন। বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর বিস্তারিত আলোচনা করেন বক্তারা।

রাষ্ট্রপতির কার্যালয়ের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, মার্চ ০৭, ২০২৪
এমইউএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।