ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

মূল্যবৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিএনপির গণসংযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, মার্চ ৯, ২০২৪
মূল্যবৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিএনপির গণসংযোগ

বরিশাল: জ্বালানি ও নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বরিশালে পৃথক লিফলেট এবং গণসংযোগ করেছে জেলা ও মহানগর বিএনপি।

শনিবার (০৯ মার্চ) বেলা ১১টায় বরিশাল নগরের সদর রোডস্থ দলীয় কার্যালয় চত্বর থেকে মহানগর বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ শুরু হয়।

পরে মহানগর বিএনপির নেতাকর্মীরা নগরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ এবং গণসংযোগ করেন। এ সময় মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্য সচিব মীর জাহিদুল কবির এবং যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন সিকদার জিয়াসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল সাড়ে ১০টায় জেলা (দক্ষিণ) বিএনপি দলীয় কার্যালয় থেকে লিফলেট বিতরণ ও গণসংযোগ শুরু করেন বিএনপির নেতাকর্মীরা। পরে তারা নগরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।

এ সময় জেলা (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক মো. আবুল হোসেন খান ও সদস্য সচিব আবুল কালাম শাহিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

প্রায় একই সময়ে জেলা (উত্তর) বিএনপি দলীয় কার্যালয় থেকে লিফলেট বিতরণ ও গণসংযোগ শুরু করে নগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এ সময় জেলা (উত্তর) বিএনপির আহ্বায়ক দেওয়ান মো. শহীদুল্লাহ ও সদস্য সচিব মিজানুর রহমান মুকুলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বিএনপির পৃথক কর্মসূচি উপলক্ষে সদর রোড সহ আশপাশের এলাকায় মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, মার্চ ০৯, ২০২৪
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।