ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

শাবিপ্রবিতে ছাত্রলীগের কর্মীসভা ১৯ মার্চ

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৪
শাবিপ্রবিতে ছাত্রলীগের কর্মীসভা ১৯ মার্চ

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৯ মার্চ।  

বৃহস্পতিবার (১৪ মার্চ) ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে কমিটি গঠনের উদ্দেশ্যে বাংলাদেশ ছাত্রলীগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার কর্মীসভা আগামী ১৯ মার্চ (মঙ্গলবার) আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এ বিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় উপ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাজমুস সাকিব গণমাধ্যমকে বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সিদ্ধান্ত অনুযায়ী আমরা আগামী ১৯ মার্চ শাবিপ্রবিতে কর্মীসভা করব। কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে। তিনি বলেন, শাবিপ্রবি ছাত্রলীগের নেতাকর্মী, শুভানুধ্যায়ীদের সহযোগিতায় একটা সুন্দর প্রোগ্রাম আয়োজন করতে পারব বলে আশা করছি।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।