ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৬ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৪
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল

ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে চকবাজার থানা বিএনপি।  

শনিবার (১৬ মার্চ) বিকেলে চকবাজার দেবীদাস ঘাটে ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম।

আয়োজক ওয়ার্ড বিএনপির সভাপতি ফরিদ উদ্দিন জুয়েলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল হাবিবের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন- চকবাজার থানা বিএনপির সাবেক সহ-সভাপতি ও কাউন্সিল হুমায়ুন কবির, সহ-সভাপতি হাজী মজিবর, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম রাসেল, বিএনপি নেতা কুতুবউদ্দিন কতুব, তাইজুদ্দিন, কাউন্সিলর শামসুন নাহার ভুঁইয়াসহ কোতোয়ালি থানা ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন নেতারা।  

অপরদিকে কারাবন্দি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোহনের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে তার বংশালস্থ বাসভবনে আসেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম।  

শনিবার সন্ধ্যায় তিনি কারাবন্দি বিএনপি নেতা মোহনের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক খোঁজ খবর নেন।  

এসময় উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আরিফুর রহমান নাদিম, ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহমান, ২৫ নম্বর ওয়ার্ড সভাপতি হাফেজ খোকন, ৩৩ নম্বর ওয়ার্ড সহ-সভাপতি হুমায়ুন, বিএনপি নেতা গোলাম, কাসেম, চান, জাহাঙ্গীর, শাহেদ, নাসিরসহ বংশাল থানা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।  

এছাড়া সদ্য কারামুক্ত বংশাল থানা বিএনপি নেতা ইয়াকুব সরকার, ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহমানের বাসায় যান আব্দুস সালাম।

বাংলাদেশ সময়: ২৩৩৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৪
টিএ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।