ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

কারাবন্দি ব্যারিস্টার কাজল-ওসমানের বাসায় গেলেন রিজভী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৪
কারাবন্দি ব্যারিস্টার কাজল-ওসমানের বাসায় গেলেন রিজভী

ঢাকা: সুপ্রিম কোর্ট বারের সাবেক দুবারের সম্পাদক কারাবন্দি আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার ওসমান চৌধুরীর বাসায় গিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (১৭ মার্চ) দুপুরে ব্যারিস্টার কাজলের ধানমন্ডির বাসায় ও ব্যারিস্টার ওসমানের সেন্ট্রাল রোডের বাসায় গিয়ে তিনি তাদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন ও সমবেদনা জানান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তিনি তাদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন।

এ সময় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সাগির হোসেন লিয়ন ও স্বেচ্ছাসেবক দলের ভাইস প্রেসিডেন্ট ডা. জাহিদুল কবির উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৪
টিএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।