ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

দেশের মানুষ সংকটের মধ্যে রয়েছেন: অমিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৪
দেশের মানুষ সংকটের মধ্যে রয়েছেন: অমিত

যশোর: যশোরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, দেশের মানুষ সংকটের মধ্যে রয়েছেন। প্রতিদিনের সাংসারিক ব্যয় নির্বাহ করা তাদের জন্য কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে।

পবিত্র মাহে রমজান উপলক্ষে যশোর নগর যুবদলের আয়োজনে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

শনিবার (২৩ মার্চ) পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নাজির শংকরপুর ঈদগাহ মাঠে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) জয়ন্ত কুমার কুণ্ডু।  

পরে অনিন্দ্য ইসলাম অমিত ও জয়ন্ত কুমার কুণ্ডু ৯ নম্বর ওয়ার্ডের প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে খাদ্যসামগ্রীর প্যাকেট বিতরণ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, যুগ্ম-সম্পাদক জহিরুল আলম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, বিএনপি নেতা মহিবুর রহমান হিরণ, আব্দুল ওহাব কালু, ফেরদৌস ওয়াহিদ লিটন, ইয়াছিন আলী, নগর যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম, সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৯৩৬ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৪
ইউজি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।