ঢাকা: প্রধান বিরোধী দল বিএনপি’র সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক আজ বৃহস্পতিবার ।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিরোধী দলের উপর নির্যাতন নিপীড়ন, মিথ্যা মামলা, হামলা গ্রেপ্তারে প্রসঙ্গ নিয়ে আলোচনা হবে বলে দলের শীর্ষ পর্যায়ের একজন নেতা বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানিয়েছেন।
গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে খালেদা জিয়ার সভাপতিত্বে সন্ধ্যা ৭টায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বৈঠকে হরতালের আগে ও হরতালের দিন ঘটে যাওয়া বিভিন্ন ছাড়াও বিএনপি ও জামায়াতের বেশ কয়েকজন নেতার গ্রেপ্তার বিষয় নিয়ে আলোচনা হবে।
বাংলাদেশ সময় ১০১১ ঘণ্টা, জুলাই ০১, ২০১০