ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি জাপার শ্রদ্ধা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৪
স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি জাপার শ্রদ্ধা

ঢাকা: মহান স্বাধীনতা দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি  শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় পার্টি।

মঙ্গলবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৮টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে জাতীয় পার্টি ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার পক্ষে মহান স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করেন নেতারা।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা জি এম কাদের এমপির পক্ষে পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভুঁইয়ার নেতৃত্বে বিরোধীদলীয় নেতার শ্রদ্ধাঞ্জলি এবং প্রেসিডিয়াম সদস্য এটিইউ তাজ রহমানের নেতৃত্বে জাতীয় পার্টির শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ, চেয়ারম্যানের উপদেষ্টা মো. খলিলুর রহমান খলিল, ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল, ভাইস চেয়ারম্যান মো. সুলতান আহমেদ সেলিম, যুগ্ম মহাসচিব মো. বেলাল হোসেন ও সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন।  

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৪
এসএমএকে/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।