নারায়ণগঞ্জ: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমরা ভোট বর্জনের ডাক দিয়েছিলাম। জনগণ বর্জন করে দেখল এটাই শেষ না।
শনিবার (৩০ মার্চ) শহরের মিশনপাড়া এলাকায় হোসিয়ারি সমিতি মিলনায়তনে আয়োজিত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ইফতার মাহফিলে অংশ নিয়ে প্রধান আলোচকের বক্তব্যে একথা বলেন তিনি।
তিনি বলেন, এক এমপি বলে জিনিসপত্রের দাম বেশি বলে কেউ খেয়ে মরছে কি না। আমাদের বর্ডার গার্ড আছে। আমরা হাজার কোটি টাকার বুলেট কিনি আর সিমান্তে চুপ করে দাঁড়িয়ে থাকি। জনগণের টাকায় বুলেট কিনি সীমান্তে আমার জনগণের ওপর গুলি হয় কিন্তু আমি সেটার প্রতিবাদ করি না। তাহলে অস্ত্রের দরকার কি। কিছু চৌকিদার হারিকেন দিয়ে পাহাড়া দিক।
এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম রাজীব প্রমুখ।
বাংলাদেশ সময়: ০০৫৬ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৪
এমআরপি/এমএম