ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

শাবিপ্রবি ছাত্রলীগের সাবেক নেতাদের ইফতার-দোয়া মাহফিল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৩ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৪
শাবিপ্রবি ছাত্রলীগের সাবেক নেতাদের ইফতার-দোয়া মাহফিল

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরসূরী, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতারা।

বুধবার (৩ এপ্রিল) রাজধানীর পাম ভিউ রেস্তোরাঁয় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শাবিপ্রবি ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সাবেক নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যতদিন দেশ পরিচালিত হবে ততদিন বাংলাদেশের সমৃদ্ধি ও অগ্রযাত্রা অব্যাহত থাকবে। আমরা ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা সবাই যার যার অবস্থানে প্রতিষ্ঠিত। বিশ্ববিদ্যালয় জীবনের মতো বর্তমান সময়ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আমাদের নিরলসভাবে কাজ করে যেতে হবে।

বাংলাদেশ সময়: ০০২১ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।