ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

নির্যাতিত নেতা-কর্মীদের মধ্যে ঈদ উপহার দিল বিএনপি 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৪
নির্যাতিত নেতা-কর্মীদের মধ্যে ঈদ উপহার দিল বিএনপি 

ঢাকা: ঢাকা মহানগর দক্ষিণের কদমতলী থানার নির্যাতিত নেতা-কর্মীদের মধ্যে ঈদ উপহার দিয়েছে বিএনপি।  

সোমবার (৮ এপ্রিল) কদমতলী থানার ৫৩ নম্বর ওয়ার্ডের কলেজ রোডে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কারাবন্দি-নির্যাতিত নেতা-কর্মীদের বাসায় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলামের তত্ত্বাবধানে এ ঈদসামগ্রী পৌঁছে দেওয়া হয়।

 

২৮ অক্টোবর আহত বিএনপিকর্মী মো. রানা, শহিদুল ইসলাম, আবুল হোসেন, আরমান হোসেন, ভ্যানচালক আনেয়ার হোসেন, আব্দুল লতিফ, পরান মিয়াসহ দুই শতাধিক পরিবারের মধ্যে এ ঈদ উপহার তুলে দেওয়া হয়।

সেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় নেতা ও কদমতলী থানা বিএনপি নেতা মো. তরিকুল ইসলাম পলাশ, বিএনপি নেতা আনসার মুন্সী, শামসুদ্দিন সামু, যুবদল নেতা রানা, সেচ্ছাসেবক দল ৫৩ নম্বর ওয়ার্ডের সদস্য সচিব আল আমিন হিরা, ছাত্রদল নেতা সাকিব, কদমতলী থানা বিএনপি নেতা মমিন মিয়া, পরান, মো. ভুট্টু, আনোয়ার হোসেন, পারভেজ মোশাররফ, সুমন আহমেদ, আদর্শ, মৃদুল, আবুল বাসার খান এসব নির্যাতিত কর্মীদের পরিবারের কাছে ঈদ উপহার তুলে দেন।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২৪
টিএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।