ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে খুলনায় ছাত্রলীগের মিছিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, মে ৬, ২০২৪
ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে খুলনায় ছাত্রলীগের মিছিল

খুলনা: নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সমর্থন ও ইসরায়েলের বিচার দাবি করে ফিলিস্তিনের পতাকা নিয়ে মিছিল ও সমাবেশ করেছে খুলনা মহানগর ও জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা।  

সোমবার (৬ মে) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজম খান সরকারি কমার্স কলেজের সামনে থেকে মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে সামনে সমাবেশ করেন তারা।

এ সময় নেতারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফিলিস্তিনের প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ ছাত্রলীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মুক্তিকামী ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নিয়ে বিশ্ববাসীর প্রতি মানবতার দৃষ্টান্ত স্থাপন করছে।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, মে ০৬, ২০২৪
এমআরএম/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।