ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

খাগড়াছড়িতে ছাত্রলীগের ফিলিস্তিনের পতাকা উত্তোলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, মে ৬, ২০২৪
খাগড়াছড়িতে ছাত্রলীগের ফিলিস্তিনের পতাকা উত্তোলন

খাগড়াছড়ি: জেলায় ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে দেশটির পতাকা উত্তোলন করেছে ছাত্রলীগ।  

সোমবার (০৬ মে) বেলা সাড়ে ১১টায় সরকারি কলেজ প্রাঙ্গণে জেলা ছাত্রলীগের উদ্যোগে এর আয়োজন করা হয়।

পরে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে উদ্যোগে সমাবেশ ও পদযাত্রা করে ছাত্রলীগ।

কেন্দ্রীয় ছাত্রলীগ ঘোষিত কর্মসূচিতে বক্তারা ফিলিস্তিনে শিক্ষার্থীদের ওপর নির্মম অন্যায় অত্যাচার বন্ধের দাবি জানিয়েছেন।

এ সময় জেলা ছাত্রলীগের নেতা মো. মনির হোসেন, জীতজয় ত্রিপুরা, নুরুচ্ছাফা চৌধুরীসহ অনেকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মে ০৬, ২০২৪
এডি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।