ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

ঢাকায় আওয়ামী লীগের শান্তি-উন্নয়ন সমাবেশ শনিবার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, মে ১০, ২০২৪
ঢাকায় আওয়ামী লীগের শান্তি-উন্নয়ন সমাবেশ শনিবার

ঢাকা: আগামীকাল শনিবার (১১ মে) রাজধানীর মোহাম্মদপুরে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। এরই মধ্যে ১৮ শর্তে এ সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (১০ মে) ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এ কথা জানায়। শনিবার দুপুর আড়াইটায় মোহাম্মদপুরের গজনবী রোডে এ সমাবেশ হবে।

বৃহস্পতিবার (০৯ মে) ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-দপ্তরর সম্পাদক আব্দুল আউয়াল শেখকে এ সংক্রান্ত চিঠি দিয়েছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (অপারেশনস্) আবু ইউসুফ। চিঠিতে বলা হয়, বুধবার (০৮ মে) করা আবেদনের প্রেক্ষিতে কিছু শর্তাবলী যথাযথভাবে পালন সাপেক্ষে সমাবেশের অনুমতি দেওয়া হলো।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, মে ১০, ২০২৪
এমইউএম/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।