ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

নড়াইলে প্রতিপক্ষের হামলায় ইউনিয়ন আ. লীগ সভাপতি আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, মে ১৬, ২০২৪
নড়াইলে প্রতিপক্ষের হামলায় ইউনিয়ন আ. লীগ সভাপতি আহত

নড়াইল: নড়াইল সদর উপজেলা নির্বাচনে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন শাহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফ খান মাহামুদ।

বুধবার (১৫ মে) রাত ১১টার দিকে উপজেলার গোপিকান্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বুধবার রাতে আশরাফ খান মাহামুদ নিজ এলাকা গোপিকান্তপুরে ঘোড়া প্রতীকের নির্বাচনী আলাপ করছিলেন। এ সময় প্রতিপক্ষের আনারস প্রতীকের ৪-৫জন একই সময়ে প্রচারে এসে মাহামুদের সঙ্গে তর্কে লিপ্ত হয়। এ সময় তারা তাকে বেধড়ক মারধর করে রক্তাক্ত জখম করেন।

আহত আশরাফ খান মাহামুদকে রাতেই নড়াইল সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠানো হয়েছে।

নড়াইল সদর উপজেলা নির্বাচনে ঘোড়া প্রতীকে তোফায়েল মাহামুদ ও আনারস প্রতীকে আজিজুর রহমান ভূইয়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ২১ মে এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, মে ১৬, ২০২৪
জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।