ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

একতরফা পানি আগ্রাসন বাংলাদেশকে মরুভূমি বানাচ্ছে: রাশেদ প্রধান 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, মে ১৬, ২০২৪
একতরফা পানি আগ্রাসন বাংলাদেশকে মরুভূমি বানাচ্ছে: রাশেদ প্রধান 

ঢাকা: জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, একতরফা ভারতীয় পানি আগ্রাসনের কারণে ফারাক্কা বাঁধ বাংলাদেশের উত্তরাঞ্চলকে মরুভূমি বানাচ্ছে।

বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে আসাদগেট জিইউপি মিলনায়তনে ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে জাতীয় গণতান্ত্রিক পার্টি - জাগপা আয়োজিত " ফারাক্কা বাঁধ ভেঙে দাও " ধুঁকছে স্বদেশ - কাঁদছে কৃষক  এবং বাংলাদেশের ভবিষ্যৎ কোনপথে শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, বিশ্বের মানচিত্র ঘিরে বাংলাদেশ ছিল একটি নদীমাতৃক দেশ। উজান ভাটির এদেশে চারদিক মুখর ছিলো সবুজ শ্যামল ও প্রাকৃতিক সৌন্দর্যে। আজ আফসোস হয় ভারতীয় পানি আগ্রাসন আমার দেশের প্রাকৃতির তাজা প্রাণ হত্যার চেষ্টা করছে। শুধু তাই নয়! দেশের উত্তরাঞ্চলে প্রমত্ত পদ্মা আজ একটি খালে পরিণত হয়েছে। পানির অভাবে কৃষক হারাচ্ছে তার উৎপাদিত ফসলি জমি এবং প্রাকৃতি হারাচ্ছে তার সৌন্দর্য। পানির অভাবে জলবায়ু পরিবর্তন বাংলাদেশকে মহাবিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে।

তিনি স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী ও জাগপার প্রতিষ্ঠাতা সভাপতি মজলুম জননেতা শফিউল আলম প্রধান এর  প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, মওলানা ভাসানী সেই সময় উপলব্ধি করেছিলেন ফারাক্কা বাঁধ বাংলাদেশকে মরুভূমিতে পরিণত করবে এবং ভারতীয় আগ্রাসন আমাদের তিলে তিলে মারবে। একইভাবে আরেকজন ভারতীয় আধিপত্যবাদ বিরোধী মজলুম জননেতা শফিউল আলম প্রধান উপলব্ধি করেছিলেন ভারতীয় আগ্রাসন আমাদের ভাতে -পানিতে ও গুলিতে মারবে। আজকে ভারত বাংলাদেশের জনগণের ওপর সেই জুলুম-নিপীড়ন চালাচ্ছে।

তিনি বলেন, খুব দ্রুত বাংলাদেশ -ভারতের পানির ন্যায্য হিস্যার সমাধান না হলে বাংলাদেশে খাদ্য উৎপাদন কমে যাবে। তাপদাহ বৃদ্ধি পাবে। অঞ্চল কেন্দ্রীক নাগরিক জীবনে দুর্বিষহ নেমে আসবে। বিভিন্ন রোগাক্রান্ত হবে লাখ লাখ মানুষ ও গবাদি পশু-পাখি। এমন পরিস্থিতি মোকাবিলা করার জন্য বাংলাদেশকে প্রয়োজনে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলের সাহায্য নিতে হবে।

রাশেদ প্রধান আরও বলেন,  বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার ও ভৌগোলিক রাজনৈতিক মতভেদ সম্পূর্ণ ভারত নিয়ন্ত্রিত। যার পেছনে রয়েছে আওয়ামী লীগ সরকারের পা-চাটা পররাষ্ট্রনীতি। শেখ হাসিনা সরকারের ক্ষমতার প্রয়োজনে নিজ দেশের জনগণের বিরুদ্ধে খারাপ থেকে আরও খারাপ হতে পারে।

তিনি বলেন, সম্প্রতি বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন আর্থিক ব্যাংকের লেনদেন এখন সন্দেহজনক! রিজার্ভ ঘাটতি পূরণ করার জন্য সরকার এখন বিদেশি প্রভুদের পা ধরা শুরু করেছে। তবে কথাবার্তা পরিষ্কার! বিদেশি ঋণ নেওয়ার আগে বাংলাদেশের রিজার্ভের হিসাব জনসম্মুখে প্রকাশ করতে হবে। অন্যথায় বিদেশি ঋণ এবং বিদেশে পাচারকৃত অর্থ আওয়ামী লীগের লুটপাটের অংশ হিসেবে বিচার করা হবে।

এ সময় বক্তব্য রাখেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, জাগপা ঢাকা মহানগর যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন, যুব জাগপা ঢাকা মহানগর উত্তরের সভাপতি আনোয়ার হোসেন, যুব জাগপার যুব ও ক্রীড়া সম্পাদক জনি নন্দী।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, মে ১৬, ২০২৪
টিএ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।