ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

ঢাকা মহানগর উত্তর মহিলা দলের ৬ থানা কমিটি ঘোষণা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, মে ১৬, ২০২৪
ঢাকা মহানগর উত্তর মহিলা দলের ৬ থানা কমিটি ঘোষণা

ঢাকা: ঢাকা মহানগর জাতীয়তাবাদী মহিলা দল উত্তর ছয়টি থানা কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) কমিটিগুলো সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।

কমিটিগুলো হলো- গুলশান থানার ২১ সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক- সালমা বেগম, যুগ্ম আহ্বায়ক- মাহফুজা রেজা, মায়া সিরাজ, মর্জিনা বেগম, সদস্য সচিব- তাব্বাসুম রিফাত টুম্পা, বনানী থানার ১৫ সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক- রোকেয়া সরকার, যুগ্ম আহ্বায়ক- লাইজু বেগম, বিউটি বেগম, কুলসুম বেগম, সদস্য সচিব- কামরুন নাহার জোছনা, বাড্ডা থানার ২১ সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক- তাহমিনা শাহিন, যুগ্ম আহ্বায়ক- রিনা জয়দব, আয়েশা আক্তার মিলি, নার্গিস সুলতানা, সদস্য সচিব- সালেহা বেগম, খিলক্ষেত থানার ২১ সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক- পান্না ইয়াসমিন, যুগ্ম আহ্বায়ক- সূচি আক্তার, তসলিমা আক্তার ইতি, মর্জিনা আক্তার মেঘলা, সদস্য সচিব- নাসিমা আক্তার,  বিমানবন্দর থানার ১৫ সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক- ফারজানা আলী কাকন, যুগ্ম আহ্বায়ক- সোমা আক্তার, তন্নি আহমেদ, রেহানা আক্তার, সদস্য সচিব- সারমিন আক্তার, মিরপুর থানার ২১ সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক- মোসা. খুশি, যুগ্ম আহ্বায়ক- মোসা. আলেয়া, আয়েশা সুলতানা, রেবা রহমান, সদস্য সচিব- সামিয়া সাত্তার মিতু।  

এসব কমিটি অনুমোদন করেন মহিলা দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ এবং আহ্বায়ক নায়েব ইউসুফ ও সদস্য সচিব রুনা লায়লা রুনা।  

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, মে ১৬, ২০২৪
টিএ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।