ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

জিয়ার মৃত্যুবার্ষিকীতে ঢাকা মহানগর উত্তর বিএনপির খাবার বিতরণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, মে ৩০, ২০২৪
জিয়ার মৃত্যুবার্ষিকীতে ঢাকা মহানগর উত্তর বিএনপির খাবার বিতরণ

ঢাকা: জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে ঢাকা মহানগর উত্তরের ১০টি স্পটে দরিদ্র ও শ্রমজীবী মানুষের মাঝে খাবার বিতরণ করেছে বিএনপি।

বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে শেরে বাংলা নগরের লায়ন্স চক্ষু হাসপাতালের সামনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দরিদ্র ও শ্রমজীবী মানুষের মাঝে খাবার বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন।

 

এ সময় মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ডা. ফরহাদ হালিম ডোনার ও সদস্য সচিব আমিনুল হকের সঙ্গে মহানগর যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, মহানগর সদস্য মো. ইউসুফ, শাহ আলম, এবিএমএ রাজ্জাক, আফতাব উদ্দিন জসিম, মোহাম্মদপুর থানা বিএনপির আহ্বায়ক শুক্কুর মাহমুদ, শেরে বাংলা নগর থানা যুগ্ম আহ্বায়ক শাহজালাল সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

পল্লবীর সাড়ে ১১ নম্বর বাসস্ট্যান্ডে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানকে সঙ্গে নিয়ে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক।

ভাষাণটেকে যুবদল ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড, আবদুল মঈন খান। এ সময় মহানগর সদস্য সচিব আমিনুল হক উপস্থিত ছিলেন।  

ভাটারার ১০০ ফিট রোডের নয়াবাড়িতে খাবার বিতরণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ সময় থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী, মোহাম্মদ সেলিম মিয়া, ৪০ নম্বর ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর আলম হাতি ৩৯ নম্বর ওয়ার্ডের সভাপতি মইনুল হোসেন মনা প্রমুখ উপস্থিত ছিলেন।  

কল্যাণপুর বাসস্ট্যান্ডে মিজান টাওয়ারের সামনে খাবার বিতরণ করে মিরপুর থানা বিএনপি। গুলশান ও বনানীতেও খাবার বিতরণ করা হয়।  

শাহ আলীর মাজারের সামনে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন।

বাংলঅদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, মে ৩০, ২০২৪
টিএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।