ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

‘সাবেক সেনাপ্রধান আজিজ ১০ কোটি ভোটারের অধিকার হরণ করেছেন’

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, জুন ১, ২০২৪
‘সাবেক সেনাপ্রধান আজিজ ১০ কোটি ভোটারের অধিকার হরণ করেছেন’

চাঁপাইনবাবগঞ্জ: সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের জন্য আল্টিমেটাম দিয়েছেন জেলা কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ব্যারিস্টার মো. ওবায়দুর রহমান টিটু।

শনিবার (১ জুন) বিকেলে বাংলাদেশ জাতীয়তা বাদী কৃষক দল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে জেলা বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ আল্টিমেটাম দেন।

ওবায়দুর রহমান টিটু বলেন, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ ১০ কোটি ভোটারের ভোটাধিকার হরণ করেছেন। পলাশীর প্রান্তরে মিরজাফরের ন্যায় নীরব থেকে এ সরকারের ভোটের নাটককে সমর্থন দিয়েছেন। তাই দুর্নীতিবাজ আজিজকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। নয়ত অপর দুর্নীতিবাজ সরকারের সন্ত্রাসী গুণ্ডা বেনজীরের মতো তিনিও দেশ থেকে পালিয়ে যাবেন। এ সরকার দুর্নীতিবাজদের প্রশ্রয়দাতা বলেও টিটু মন্তব্য করেন। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে সব দুর্নীতিবাজদের বিচারের মুখোমুখি করবে বলেও ঘোষণা দেন।

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মো. শফিউল আলম শফি, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক মো. আব্দুল্লাহ আল নাঈম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. নাসির উদ্দিন, রাজশাহী মহানগর কৃষক দলের আহ্বায়ক মো. আরিফুজ্জামান শামিম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা কৃষক দলের আহ্বায়ক মো. তসিকুল ইসলাম তসি, চাঁপাইনবাবগঞ্জ সদর থানা কৃষক দলের সদস্য সচিব মো. তাসেম আলীসহ অনেকেই।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, জুন ১, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।