ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

শনিবার দেশব্যাপী বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, জুন ৭, ২০২৪
শনিবার দেশব্যাপী বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ

ঢাকা: প্রস্তাবিত বাজেট প্রত্যাখ্যান ও দুর্নীতি-লুটপাটের বিরুদ্ধে বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে শনিবার (০৮ জুন) দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।

শুক্রবার (০৭ জুন) জোটের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়।

এতে বলা হয়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচিতে উপস্থিত হয়ে কর্মসূচিটি সফল করতে জোটের শরীক দলসমূহের নেতাকর্মীদের এবং সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ।

একইসঙ্গে সারা দেশে কর্মসূচি সফল করার জন্য বাম জোটের শরিক দলসমূহের প্রতি আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, জুন ০৭, ২০২৪
আরকেআর/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।