ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

সমাবেশের অনুমতি নিতে ডিএমপিতে যাচ্ছে বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, জুন ২৭, ২০২৪
সমাবেশের অনুমতি নিতে ডিএমপিতে যাচ্ছে বিএনপি

ঢাকা: রাজধানীর নয়াপল্টনে সমাবেশের অনুমতি নিতে বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কার্যালয়ে যাবে বিএনপি তিন সদস্যের প্রতিনিধিদল।

বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

 

শায়রুল কবির খান জানান, বিকেল ৫টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার অফিসে যাবে বিএনপি একটি প্রতিনিধিদল। প্রতিনিধিদলের মধ্যে থাকবেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, অ্যাডভোকেট আব্দুস সালাম ও বিএনপি প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।  

তিনি বলেন, আগামী শনিবার (২৯ জুন) নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ করবে বিএনপি। সেই সমাবেশের অনুমতি নিতে ডিএমপিতে যাচ্ছে প্রতিনিধিদলটি।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, জুন ২৭, ২০২৪
ইএসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।