ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদা জিয়াও মুক্ত হবেন, গণতন্ত্রও ফিরবে: আব্বাস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, জুন ২৯, ২০২৪
খালেদা জিয়াও মুক্ত হবেন, গণতন্ত্রও ফিরবে: আব্বাস ছবি: শাকিল আহমেদ

ঢাকা: আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে চলতে পারে না। খালেদা জিয়াও মুক্ত হবেন, গণতন্ত্রও ফিরবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

শনিবার (২৯ জুন) বিকেলে নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত এক সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মির্জা আব্বাস বলেন, প্রত্যেক পাড়া মহল্লায় সবাইকে মাঠে নামাতে হবে। যেকোনো মূল্যে খালেদা জিয়ার মুক্তি দিতে হবে। ডাকাত খুনিকে মুক্ত করছেন, খালেদা জিয়াকে মুক্তি দিতে কী সমস্যা। খালেদা জিয়ার সুস্থ থাকলে দেশ সুস্থ থাকবে।

তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তির স্বার্থে কোনো আপোষ হবে না। বিএনপি কর্মসূচি দিয়েছে, আরও কর্মসূচি আসবে। দেশ রক্ষায় খালেদা জিয়ার মুক্তির কোনো বিকল্প নাই।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, জুন ২৯, ২০২৪
টিএ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।