ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদা জিয়াকে বন্দী রাখার ধৃষ্টতা সময় এলে টের পাবেন: গয়েশ্বর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২০ ঘণ্টা, জুলাই ১, ২০২৪
খালেদা জিয়াকে বন্দী রাখার ধৃষ্টতা সময় এলে টের পাবেন: গয়েশ্বর

নারায়ণগঞ্জ: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার দলের নেতাদের দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের করা একটি বক্তব্যের জবাব দিয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়।

ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেছেন, যে ধৃষ্টতা দেখাচ্ছেন, সময় এলে তা টের পাবেন।

সোমবার (১ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবতে আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, উনি (কাদের) বলেছেন খালেদা জিয়ার মুক্তি দাবি করা নাকি বিএনপি নেতাদের ধৃষ্টতা। খালেদা জিয়াকে জেলে বন্দী রাখা যে কত বড় ধৃষ্টতা, তা সময় এলে টের পাবেন।

আপনারা খালেদা জিয়াকে বন্দী রেখেছেন এটা অনেক বড় ধৃষ্টতা, সময় এলে বুঝবেন। তখন টের পাবেন।

সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় ও জেলা-মহানগরের শীর্ষ নেতারা।

বাংলাদেশ সময়: ২৩২০ ঘণ্টা, জুলাই ১, ২০২৪
এমআরপি/এমজে

 
 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।