ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে গেলেন রিজভী

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, জুলাই ৮, ২০২৪
খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে গেলেন রিজভী

ঢাকা: হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে যান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।  

এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।

তার সঙ্গে ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।  

জানা যায়, রবিবার গভীর রাতে অসুস্থ হয়ে পড়লে মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে আজ ভোরে জরুরি ভিত্তিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশ্যে সোমবার ভোর ৪ টা ১২ মিনিটে রওয়ানা হয়ে ৪ টা ৪৫ মিনিটে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান।

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, জুলাই ০৮,২০২৪
টিএ/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।