ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

রাজনীতি

জামালপুর-কুড়িগ্রাম-গাইবান্ধায় বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ দেবে আ.লীগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, জুলাই ১১, ২০২৪
জামালপুর-কুড়িগ্রাম-গাইবান্ধায় বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ দেবে আ.লীগ

ঢাকা: আগামী ১২, ১৪ ও ১৫ জুলাই জামালপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করা হবে। আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক উপ-কমিটির দুটি টিম বন্যার্তদের মধ্যে এ ত্রাণ বিতরণ করবে।

বৃহস্পতিবার (১১ জুলাই) আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমি ও সাহাবুদ্দিন ফরাজীর নেতৃত্বে ১২ সদস্য নিয়ে গঠিত টিম দুটি উল্লিখিত জেলাগুলোতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে শুকনো খাবার, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও লাইটার বিতরণ করবে।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, জুলাই ১১, ২০২৪
এসকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।